ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৩০ বছর পর ভোট

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১৮ সেপ্টেম্বর ২০২১  
৩০ বছর পর ভোট

দীর্ঘ ৩০ বছর পর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, গোপালগঞ্জ ইউনিটের ভোট অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (১৮ সেম্টেম্বর) সকাল ১০টা থেকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক স্মৃতি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। ভোটাররা সকাল থেকেই ভোট কেন্দ্রে ভিড় করতে থাকেন। ১০টি বুথে ৪ হাজার ৩৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।  ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে সহ-সভাপতি প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ৫ জন সদস্য নির্বাচিত করবেন ভোটাররা।

এ নির্বাচনে দু’টি প্যানেলে ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসএম নজরুল ইসলাম-মো. সালাউদ্দিন খান প্যানেলের প্রার্থীরা হলেন: সহ-সভাপতি পদে এসএম নজরুল ইসলাম, সেক্রেটারি পদে মো. সালাউদ্দিন খান।  সদস্য পদে রয়েছেন কে এম আলীনুর জিহাদ, ওবায়দুর রহমান, খায়রুল আমিন খান, শেখ তৈয়াবুর রহমান একং পর্শিয়া সুলতানা।

অপরদিকে, হাসমত আলী সিকদার চুন্নু-সিকদার নূর মোহাম্মদ দুলু প্যানেলের প্রার্থীরা হলেন: সহ-সভাপতি পদে হাসমত আলী সিকদার চুন্নু, সেক্রেটারি পদে সিকদার নূর মোহাম্মদ দুলু। সদস্য পদে রয়েছেন আকবর আলী মোল্লা, আলী নাঈম খান জিমি, আবু সিদ্দিক সিকদার, শেখ নাসিমুল গনি ও রফিকুল ইসলাম মিটু।

দুই প্যানেলের বাইরে প্রফুল্ল কুমার সাহা নামে একজন সদস্য প্রার্থী রয়েছেন।

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে, ভুলে ভরা ও মৃত ব্যক্তিদের ভোটার তালিকায় নাম, মান সম্মান ক্ষুন্ন করে শহর জুড়ে পোস্টার লাগানোসহ নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন এসএম নজরুল ইসলাম-মো. সালাউদ্দিন খান প্যানেলের প্রার্থীরা।

বাদল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়