ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মামুনুল হককে নিয়ে কটূক্তি: ঝুমন দাস জামিনে মুক্ত 

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ২৮ সেপ্টেম্বর ২০২১  
মামুনুল হককে নিয়ে কটূক্তি: ঝুমন দাস জামিনে মুক্ত 

সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাসিন্দা ঝুমন দাস জামিনে কারাগার থেকে বের হয়েছেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঝুমন দাসের আইনজীবী অ্যাডভোকেট দেবাংশু শেখর দাস।

আরো পড়ুন:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হক ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ঝুমন দাস সাত মাস কারাগারে ছিলেন।

গত ১৬ মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ঝুমন দাসের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগ ওঠে। বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে ওই দিন রাতে তাকে আটক করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।  

গত ২৩ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ তাকে জামিন দেন।  
 

আমিন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়