ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এক জাম্বুরার দাম ৬ হাজার টাকা

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ৩০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:১৩, ৩০ সেপ্টেম্বর ২০২১
এক জাম্বুরার দাম ৬ হাজার টাকা

ঝালকাঠিতে একটি জাম্বুরা অবিশ্বাস্যভাবে ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি শহরের পৌর মিনি পার্কে নিলামে ওঠানো জাম্বুরাটির দাম শুনে অনেকেই অবাক হয়েছেন।

জানা গেছে, ফ্রি অক্সিজেন সেবা প্রদানকারী স্বেচ্ছাসেবক ইমাম বিমান নিজের উপহার পাওয়া জাম্বুরাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিলামে তোলেন। সারাদিনে অনলাইনে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম ওঠে। এরপর রাতে ঝালকাঠি পৌর মিনি পার্কে পূর্ব ঘোষণা অনুযায়ী আরেকবার সরাসরি নিলামে তোলেন। সেখানে ছয় হাজার টাকায় স্থানীয় শাহ আলম নামে এক ব্যক্তি জাম্বুরাটি কিনে নেন। অবশ্য বিক্রির পরপরই এক রাজনৈতিক নেতা জাম্বুরাটি ১০ হাজার টাকায় কিনতে চান।

বিক্রির অর্থ করোনায় আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবায় ব্যয় করা হবে এমন ঘোষণা আগেই দেয়া হয়।  এতেই অনেক ক্রেতা নিলামে অংশ নিয়েছিলেন।

সাড়ে তিন কেজি ওজনের জাম্বুরাটির ব্যাস ছিলো ৩৪ ইঞ্চি। উচ্চতা প্রায় এক ফুট।  অনলাইনে নিলাম শুরু হওয়ার পর একে একে ডাক চলতে থাকে। প্রথমে ১৩০০ টাকা দাম ওঠে। সবশেষ ছয় হাজার টাকায় বিক্রি হয়।

নিলামের আয়োজক ইমাম বিমান জানান, মঙ্গলবার স্বরূপকাঠির মাহমুদকাঠি থেকে সুলতান নামে এক বিক্রেতা ঝালকাঠির নবগ্রাম বাজারে জাম্বুরা বিক্রি করতে আসেন। তখন সুলতান তাকে এই জাম্বুরাটি উপহার দেন। পরে তিনি অন্য স্বেচ্ছাসেবীদের পরামর্শে আর্তমানবতার জন্য তহবিল গঠনে জাম্বুরাটিকে নিলামে তোলার  সিদ্ধান্ত নেন।

ক্রেতা শাহ আলম বলেন, জাম্বুরাটির দাম যাই হোক না কেনো, আমি করোনা রোগীদের অক্সিজেন সহায়তার জন্য জাম্বুরাটি কিনে নিয়েছি।  

অলোক/সুমি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়