ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ৩০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৯:১১, ৩০ সেপ্টেম্বর ২০২১
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ (ফাইল ফটো)

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান মুহিবুল্লাহর দাফন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আসরের নামাজের পর উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ এর কবরস্থানে তাকে দাফন করা হয়। 

বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ।

এর আগে ক্যাম্প সংলগ্ন লম্বাশিয়া মসজিদে নামাজে জানাযা হয়।  বিকেল ৩টায় কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে তার মরদেহ নিজ বাসস্থানে আনা হয়।

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর নামাজে জানাযায় অংশ নেন উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ শেষ করে মুহিবুল্লাহর পরিচালিত সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর অফিসে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। এ সময় ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল তাকে ৫ রাউন্ড গুলি করে। এরমধ্যে ৩ রাইন্ড গুলি বুকে লাগে। এসময় তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫০ বছর।
 

তারেকুর/সুমি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়