ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিষ্ফোরক দ্রব‌্য মামলায় সাক্ষ্য দিতে আদালতে মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১০ অক্টোবর ২০২১   আপডেট: ১২:৫৭, ১০ অক্টোবর ২০২১
বিষ্ফোরক দ্রব‌্য মামলায় সাক্ষ্য দিতে আদালতে মামুনুল হক

বিষ্ফোরক দ্রব‌্য আইন ও পুলিশের ওপর হামলা করে আহতের মামলায় খুলনার আদালতে হেফাজত নেতা মামুনুল হককে হাজির করা হয়েছে। 

রোববার (১০ অক্টোবর) সকালে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তাকে কড়া পুলিশী নিরাপত্তায় হাজির করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের সুপার মোহাম্মদ ওমর ফারুক।  

আরো পড়ুন:

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড় এলাকায় বোমা বিষ্ফোরণ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন এস আই আলমগীর কবীর (বর্তমান পুলিশ পরিদর্শক)। এরপর এস আই মোক্তার হোসেন ২০১৫ সালে আদালতে চার্জশিট দাখিল করেন। রোববার (১০ অক্টোবর) এ মামলায় সাক্ষ‌্য গ্রহণের দিন নির্ধারিত ছিল।

আদালতের কার্যক্রম শেষে তাকে ফের ঢাকায় কারাগারে নেয়া হবে। 

নুরুজ্জামান/সুমি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়