ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রাম গ্যাস বিস্ফোরণে আহতদের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১৭ অক্টোবর ২০২১  
চট্টগ্রাম গ্যাস বিস্ফোরণে আহতদের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার বালুচরা এলাকায় গ্যাস বিস্ফোরণে আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বায়েজিদে বিস্ফোরণে দগ্ধ ৩ জনকে হাসপাতালে আনা হলে তাৎক্ষণিকভাবে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে ফোরকান উল্লাহ (৬০) এবং আবুল কালামকে (৩০) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের উভয়েরই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের সিনিয়র স্টাফ অফিসার কবির হোসেন জানান, সাড়ে ১১টার দিকে গ্যাস লাইন থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। কি কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

এদিকে, এই বিস্ফোরণে নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে। তার নাম মোহাম্মদ ফারুক (২৩)। তিনি চট্টগ্রাম চকবাজার থানা এলাকার ধনার বাপের বাড়ির রবিউল ইসলামের ছেলে।

আরও পড়ুন: চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়