ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কিশোরগঞ্জে একজনের মৃত্যুদণ্ড, খালাস ৪

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১৮ অক্টোবর ২০২১   আপডেট: ১৫:২৭, ১৮ অক্টোবর ২০২১
কিশোরগঞ্জে একজনের মৃত্যুদণ্ড, খালাস ৪

কিশোরগঞ্জ সদরে কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলায় জসিম উদ্দিন নামে এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক নার্গিস ইসলাম এই রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের মনকর্শা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

এসময় মামলার অন্য ৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। তারা হলেন, সমির উদ্দিন, জামাল উদ্দিন ও কামাল উদ্দিন ও গিয়াস উদ্দিন। 

রায়ের সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জসিমসহ অন্য তিন আসামি উপস্থিত ছিলেন।  আসামি কামাল উদ্দিন পলাতক রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, নিহত কৃষক বাচ্চু মিয়া ও জসিম একই বংশের লোক। পুকুরে মাছ ছাড়া ও ধরা নিয়ে তাদের মধ্যে একবার সংঘর্ষ হয়। এ ঘটনায় একটি মামলাও হয়। এতে জসিমসহ তার ভাইয়েরা আসামি ছিলেন। ঘটনার ১৫/২০দিন আগে তারা জামিনে বের হয়ে আসেন। এরপর সেই আক্রোশে ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর দুপুরে জসিম, তার তিন ভাই ও কয়েকজন আত্মীয় কৃষক বাচ্চু মিয়ার ওপর হামলা চালায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ৬ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই হারুন অর রশিদ।

দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম আদালতে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি রাখাল চন্দ্র দে এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান।

রুমন/টিপু    

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়