Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৫ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২১ ১৪২৮ ||  ২৭ রবিউস সানি ১৪৪৩

শেরপুরে উদীচীর আলোর মিছিল

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ২৩ অক্টোবর ২০২১  
শেরপুরে উদীচীর আলোর মিছিল

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে শেরপুরে জেলা উদীচী সম্প্রীতি সমাবেশ ও আলোর মিছিল করেছে।  

শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

শেরপুর জেলা উদীচীর সভাপতি অধ্যাপক তপন সারওয়ারের সভাপতিত্বে আলোর মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রিতেশ মালাকার, সাবেক সাধারণ সম্পাদক এসএম আবু হান্নান, বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা যুথী, ৭১এর ঘাতক দালাল নির্মূল কমিটি শেরপুর জেলা শাখার সভাপতি আসম সোহেল নয়নসহ প্রমুখ।

সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদ ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযুদ্ধ জাদুঘর-শহীদ মোস্তফা পাঠাগার, অঞ্জলি আবৃত্তি নিকেতন, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, পাতাবাহার খেলাঘর আসরসহ শেরপুরের বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। 

অলোচনায় বক্তারা সহিংসতায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের দাবি করেন।

তারিকুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়