পাটুরিয়ায় ফেরি উল্টে যাওয়ার ঘটনায় প্রত্যক্ষদর্শীরা যা বলছেন
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে শাহ আমানত নামে একটি রো রো ফেরি উল্টে গেছে।
বুধবার (২৭ অক্টোবর) সকালে ঘটনাস্থল থেকে আমিরুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে নৌঙর করে ফেরিটি। তিন-চারটা গাড়ি নামার পর ফেরিটি এক পাশে কাত হয়ে উল্টে যায়। ফেরির ওপর বেশ কয়েকটি ছোট যানবাহন, কাভার্ডভ্যান ও মোটরসাইকেল ছিলো। সেগুলো সব পানিতে ডুবে গেছে।’
ঘটনাস্থল থেকে আরিচা ফায়ার স্টেশনের পরিদর্শক মজিবুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘এখন পর্যন্ত পানির নিচে পাঁচটি কার্ভাডভ্যান ও একটি মোটরসাইকেল পাওয়া গেছে। সেগুলো উদ্ধার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, কিছু গাড়ি নেমে যাওয়ায় একপাশে বেশি ভারী হয়ে ফেরিটি উল্টে গেছে। তবে সঠিক করাণ জানতে তদন্ত করা হবে। এখন ডুবে যাওয়া গাড়ি ও লোকজনকে উদ্ধারে চেষ্টা চলছে।’
আরও পড়ুন: পাটুরিয়া ঘাটে গাড়িসহ উল্টে গেলো ফেরি
চন্দন/ইভা