ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেরি দুর্ঘটনা: প্রথম দিনের উদ্ধার অভিযান সমাপ্ত

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২৭ অক্টোবর ২০২১  
ফেরি দুর্ঘটনা: প্রথম দিনের উদ্ধার অভিযান সমাপ্ত

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নাম্বার ঘাটে উল্টে যাওয়া ফেরি উদ্ধারে প্রথম দিনের অভিযান শেষ হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে শিবালয় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত একটানা উদ্ধার কাজ চলেছে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ দুটি ডুবুরি দল কাজ করেছে। এছাড়া অন্যান্য বিভাগের সাথে সমন্বয় করে কাজ করা হয়েছে। এ পর্যন্ত উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে ৪টি ট্রাক ও ১টি মটোরসাইকেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হবে।

উল্লেখ্য, আজ সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে শাহ আমানত নামের ফেরিটি উল্টে যায়। এ ঘটনায় প্রায় ১৭টি যানবাহন ডুবে গেছে। এ ঘটনায় এখনো কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চন্দন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়