ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্ত্রীর মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাবনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ২৮ অক্টোবর ২০২১   আপডেট: ০৮:৫১, ২৮ অক্টোবর ২০২১
স্ত্রীর মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে

স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় সাজেদুল ইসলাম (৩০) নামের এনসিসি ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করে কারগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (২৭ অক্টোবর) পাবনা শহরের বানীবিনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি জানিয়েছেন।

ওসি জানান, বুধবার সকাল ১০টার দিকে সাজেদুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

২০১৭ সালে ৫ লাখ টাকা দেনমোহরে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের মো. আমিনুল ইসলামের মেয়ে আফসানা রিয়াদির সঙ্গে আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের রওশন আলীর ছেলে সাজেদুল ইসলামের বিয়ে হয়। সাজেদুল ইসলাম এনসিসি ব্যাংক পাবনা শাখায় জুনিয়র অফিসার পদে কর্মরত আছেন। বর্তমানে এই দম্পতির ২ বছরের ছেলে সন্তান রয়েছে।

মামলার বরাত দিয়ে ওসি জালাল উদ্দিন জানান, সাজেদুল যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে স্ত্রীকে নির্যাতন করতেন। কিছুদিন আগে সাজেদুলের মারপিটে আহত হয়ে রিয়াদি শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এরপর গত ১৬ জুন পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাজেদুলকে আসামি করে মামলা করেন রিয়াদি। মামলায় আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন আদালত। সেই ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ ওই ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করে।

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়