Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ০৪ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২০ ১৪২৮ ||  ২৭ রবিউস সানি ১৪৪৩

কুড়িগ্রামে ১০০ কৃষককে সম্মাননা

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ২৮ অক্টোবর ২০২১  
কুড়িগ্রামে ১০০ কৃষককে সম্মাননা

মুজিব জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানাতে কুড়িগ্রামে ১০০ সফল কৃষককে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন ও কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম শেখ রাসেল অডিটোরিয়ামে কৃষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। 

এ সময় কৃষকদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট, সার্টিফিকেট, গাছের চারা ও নতুন জাতের ধানবীজ তুলে দেন। 

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন, খামারবাড়ী ঢাকার অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শামসুল হক, কৃষি সম্প্রসারণ বিভাগ রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তৌহিদুল ইসলাম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ প্রমুখ। 

এসময় কৃষিতে ১শ জন কৃষকের অবদানের জন্য ধরলা নামক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এছাড়াও কৃষকদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট, সার্টিফিকেট, গাছের চারা ও নতুন জাতের ধানবীজ হস্তান্তর করা হয়।

বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়