ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সিলেটে সড়ক অবরোধ

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ২৮ অক্টোবর ২০২১  
ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সিলেটে সড়ক অবরোধ

সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে নগরীর সিটি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সড়কে অবস্থান করে সংগঠনটির নেতা কর্মীরা। 

পরে এক সমাবেশে পদবঞ্চিত নেতারা দাবি করেন, টাকার বিনিময়ে ধর্ষণ মামলার আসামি ও মেট্রিক পাশদের সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটিতে জায়গা দেওয়া হচ্ছে।
চার বছর পর গত ১২ অক্টোবর মঙ্গলবার ঘোষণা করা হয় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি। জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে রাহেল সিরাজ নেতৃত্বে আসেন। মহানগর ছাত্রলীগের নতুন কমিটির সভাপতির দায়িত্ব পান কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক হন নাইম আহমদ।

অন্যদিকে কমিটি ঘোষণার পরপরই ছাত্রলীগের কর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। নগরীর তেলিহাওর গ্রুপ বিক্ষোভ করে। নগরীতে ঝাড়ু মিছিল দেয়। গত ১৭ দিন থেকে কমিটি বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্রলীগের পদবঞ্চিত এই গ্রুপটি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সিলেট নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পদবঞ্চিতরা।

পদবঞ্চিতদের নেতৃত্বদানকারী সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ বলেন, এই কমিটি টাকার বিনিময়ে হয়েছে। এখানে ত্যাগীকর্মীদের মূল্যায়ন করা হয়নি। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

নূর আহমদ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ