ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেরি দুর্ঘটনা: দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান সমাপ্ত

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ২৮ অক্টোবর ২০২১   আপডেট: ১৯:৫৯, ২৮ অক্টোবর ২০২১
ফেরি দুর্ঘটনা: দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান সমাপ্ত

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নাম্বার ঘাটে উল্টে যাওয়া ফেরি উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযান শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এস এম সানোয়ার রাইজিংবিডিকে এসব তথ্য জানান।

তিনি বলেন, উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে পাঁচটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এর আগে একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ১৪টি যানবাহনের মধ্যে মোট ৯টি ট্রাক ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকী ৬টি যানবাহন উদ্ধারে শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করা হবে।

উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এখনো অভিযানে যোগ দেয়নি জানিয়ে সানোয়ার বলেন, ২৬০ টন উদ্ধার সক্ষমতার উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এখনো ঘাট এলাকায় পৌঁছায়নি। কবে নাগাদ প্রত্যয় অভিযানে যোগ দিবে সে বিষয়েও সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি এ কর্মকর্তা।

উল্লেখ্য, বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নাম্বার ঘাটে শাহ আমানত নামের ফেরিটি উল্টে যায়।

আরও পড়ুন

ফেরি দুর্ঘটনা: এখনো আটকা ৩ ট্রাক

চন্দন/সুকান্ত /কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়