ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়পুরহাটে বেকারদের অটোরিকশা দিল জেলা পরিষদ

জয়পুরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ৩০ নভেম্বর ২০২১  
জয়পুরহাটে বেকারদের অটোরিকশা দিল জেলা পরিষদ

জয়পুরহাটে বেকার যুবকদের মধ্যে বিনামূল্যে অটোরিকশা বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা পরিষদের উদ্যোগে এসব অটোরিকশা বিতরণ করা হয়।

আরো পড়ুন:

এর আগে জেলা পরিষদ মিলনায়তনে অটোরিকশা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত রফিক। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

অটোরিকশা পেয়ে খুশি রুহুল আমিন। তিনি বলেন, ‘অভাব-অনটনের সংসারে তেমন কোনো ভূমিকা রাখতে পারতাম না। এখন থেকে আমি সংসারে আয় রোজগারের ভূমিকা রাখতে পারবো।’

জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট বলেন, “দরিদ্র বিমোচনের অঙ্গীকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানে সরকার বেকার যুবকদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। যুবকদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় বেকার যুবকদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।”

শামীম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়