ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিমানের সিটে ১০ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ১৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১১:৫৭, ১৮ ডিসেম্বর ২০২১
বিমানের সিটে ১০ কেজি স্বর্ণ

জব্দ করা ১০ কেজি ওজনের ৮৬টি স্বর্ণের বার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক ফ্লাইটের পৃথক দুটি আসনের নিচ থেকে ১০ কেজি ওজনের ৮৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ৭ কোটি টাকা।

শনিবার (১৮ ডিসেম্বর)সকাল ১০টার দিকে চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটের ১৭ বি নম্বর ও পাশের সিটের নিচে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করে।

চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস এর উপ-পরিচালক এস এম সুলতান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১৪৮ এ স্বর্ণ বার থাকার গোপন তথ্য পাওয়া যায়। তারই ভিত্তিতে বিমানটি বিমানবন্দরে অবতরণের পর প্রতিটি যাত্রী ও বিমানের অভ্যন্তরে কঠোর তল্লাশি চালানো হয়। এই সময় বিমানের দুটি আসনের নিচে লুকানো টেপ মোড়ানো অবস্থায় ৮৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণবারের মূল্য প্রায় ৭ কোটি টাকা। এ ব্যাপারে কাস্টমস আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়