ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৬.২৭ 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ৩০ ডিসেম্বর ২০২১   আপডেট: ১২:১০, ৩০ ডিসেম্বর ২০২১
কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৬.২৭ 

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসিতে পাসের হার ৯৬.২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৬২৬ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো.আসাদুজ্জামান। 

তিনি জানান, এবার কুমিল্লা বোর্ডে দুই লাখ ১৯ হাজার ৭০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করে দুই লাখ ১১ হাজার ৫০৩ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৯৫ হাজার ৮৮৯ জন আর মেয়ে পরীক্ষার্থী এক লাখ ২৩ হাজার ৮১৫ জন। ছেলের তুলনায় মেয়ে বেশি ২৭ হাজার ৯২৬ জন। 

বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৪ হাজার, পাস করে ৫৩ হাজার ৪০২ জন। পাসের হার ৯৮.৮৯ শতাংশ। 
জিপিএ-৫ পায় ১৩ হাজার ৩৪ জন। 

মানবিকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৬ হাজার ৫৩৫, পাস করে ৮৩ হাজার ২১৪ জন। পাসের হার ৯৬.১৬ শতাংশ। জিপিএ-৫ পায় ৫০৯জন। 

বাণিজ্য বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৯ হাজার ১৬৯ জন, পাস ৭৪ হাজার ৮৮৭। পাসের হার ৯৪.৫৯ শতাংশ। জিপিএ-৫ পায় এক হাজার ১০৩জন।

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর সারাদেশে একযোগে এ পাবলিক পরীক্ষা শুরু হয়। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন শ্রেণি পাঠদান না হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয় এ বছরের পরীক্ষা। আবশ্যিক বিষয়ে এই বছর পরীক্ষা হয়নি। একজন শিক্ষার্থী শুধুমাত্র নৈর্বাচনিক তিনটি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

আবদুর রহমান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়