ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লঞ্চে আগুন: সপ্তম দিনের উদ্ধার অভিযান চলছে

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ৩০ ডিসেম্বর ২০২১   আপডেট: ১২:২৭, ৩০ ডিসেম্বর ২০২১
লঞ্চে আগুন: সপ্তম দিনের উদ্ধার অভিযান চলছে

ঝালকাঠির লঞ্চে আগুনের ঘটনায় সুগন্ধা ও বিষখালী নদীতে নিখোঁজদের সন্ধানে সপ্তম দিনের মত উদ্ধার অভিযান শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে শুরু হওয়া উদ্ধার অভিযানে এখন পর্যন্ত কোনো লাশ পাওয়া যায়নি।

তবে গত কয়েকদিনে উদ্ধার হওয়া ৫ টি লাশের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, লঞ্চের বাবুর্চি মো. শাকিল মোল্লা (৩৩), চাঁদপুরের মাহির হোসেন (১১) বরগুনার  সীমা বেগম (৩৫) ও নরসিংদীর হক মিঞা (৪০)। 

ঝালকাঠি সদর থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা স্পিডবোট ও ডুবুরি নিয়ে নদীর এক প্রান্ত থেকে অপরপ্রান্তে ছুটছেন। বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক কোবাদ আলী সরকার জানান, লাশের সন্ধানে সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালানো হচ্ছে।

এদিকে নৌ পরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার আরাফাত হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের তদন্ত টিম দ্বিতীয় দিনের মতো পুড়ে যাওয়া লঞ্চ এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সদস্যদের স্বাক্ষ্যগ্রহণ করছেন। পাশাপাশি হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ ও আহতদের সঙ্গেও কথা বলেছেন। 

অলোক/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়