ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

নির্বাচনে কখনো প্রশাসনের সাহায্য নিইনি: আইভী

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ১ জানুয়ারি ২০২২  
নির্বাচনে কখনো প্রশাসনের সাহায্য নিইনি: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন হবে আগামী ১৬ জানুয়ারি। এ নির্বাচনকে সামনে রেখে প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

শনিবার (১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ডের মিজিমিজি সানারপাড়সহ বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

এ সময় ডা. সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী না জেনে নানা অভিযোগ করছেন। প্রশাসন আমাকে কখনো সাহায্য করেনি। আমিও নির্বাচনে প্রশাসনের সাহায্য কখনো নিইনি।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে হেভিওয়েট দুই প্রার্থী হলেন—আওয়ামী লীগ মনোনীতত ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

নাসিক নির্বাচনে ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ১৮৭টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন।

রাকিব/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়