ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কমেছে শীতের দাপট

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ২৫ জানুয়ারি ২০২২   আপডেট: ০৯:২৯, ২৫ জানুয়ারি ২০২২
কমেছে শীতের দাপট

দিনাজপুরে সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০.৫  ডিগ্রি সেলসিয়াস। দেশের প্রায় জেলাতে শীতের দাপট অনেকটাই কমেছে। 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন জানান, আজ সকাল ৬ টায় দিনাজপুরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৯০ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে। 

এছাড়া রংপুরে ১৪.৫, সৈয়দপুরে ১৩.৮, রাজারহাটে ১৩.০, ডিমলায় ১৩.৫, নওগাঁয় ১৩.৩, চুয়াডাঙ্গায় ১৫.৫, রাজশাহীতে ১৪.০, শ্রীমঙ্গলে ১২.৭, তেঁতুলিয়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

 

মোসলেম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়