ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বেদম প্রহরে জ্ঞান হারালো মাদ্রাসাছাত্র, শিক্ষক পলাতক

নিজস্ব প্রতিবেদক, খুলনা   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২৬ জানুয়ারি ২০২২   আপডেট: ১৬:৪৪, ২৬ জানুয়ারি ২০২২
বেদম প্রহরে জ্ঞান হারালো মাদ্রাসাছাত্র, শিক্ষক পলাতক

নির্যাতনের শিকার মাদ্রাসাছাত্র সাব্বির রহমান

খুলনার রূপসা উপজেলায় মাদ্রাসাছাত্র সাব্বির রহমানকে (১১) বেদম প্রহর করেছেন তার শিক্ষক। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। 

উপজেলার শ্রীফলতলা গ্রামের মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসায় শনিবার (২২ জানুয়ারি) তাকে প্রহর করার পর নির্যাতনকারী শিক্ষক মো. মেহেদী হাসান পলাতক রয়েছেন। 

আহত শিক্ষার্থী সাব্বিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে উপজেলার আনন্দনগর মেঝোঝিলা গ্রামের আব্দুর রউফ শেখের ছেলে। 

এ ঘটনায় নির্যাতনের শিকার সাব্বিরের বাবা-মা, সহপাঠী, মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাব্বির রহমান মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। তুচ্ছ কারণে সাব্বিরকে লাঠি দিয়ে পেটান তার শিক্ষক মেহেদী হাসান। লাঠির আঘাতে তার পিঠ ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। এক পর্যায়ে সাব্বির জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে পাওয়ার পর সে পালিয়ে গ্রামের বাড়ি আনন্দনগর চলে যায়। পরে তার বাবা-মা তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। 

মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবু বক্কর বলেন, মাদ্রাসার ছাত্রকে নির্যাতনের খবর পেয়ে তিনি তাদের বাড়িতে দেখতে যান। তার চিকিৎসার খরচ বহন করা হবে। শিক্ষক মেহেদী হাসানকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হবে বলে জানান তিনি। 
 

নূরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়