ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলিতে ৭৫ হেক্টর জমিতে গম চাষ হয়েছে

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ১ মার্চ ২০২২   আপডেট: ১২:০১, ১ মার্চ ২০২২
হিলিতে ৭৫ হেক্টর জমিতে গম চাষ হয়েছে

দিনাজপুরের হিলিতে ১৫০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ থাকলেও চাষ হয়েছে মাত্র ৭৫ হেক্টর জমিতে। সরিষার চাষ বৃদ্ধির কারণেই গমের চাষ কমে গেছে বলে মনে করছে উপজেলা কৃষি অধিদপ্তর। 

তেলের দাম বৃদ্ধি এবং পানি সেচের প্রয়োজন না হওয়ায় কৃষকেরা সরিষার চাষে ঝুঁকেছেন বলে জানান গম চাষিরা। 

আরো পড়ুন:

সোমবার (২৮ ফেব্রুয়ারি) হাকিমপুর উপজেলার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, চলতি মৌসুমে গম চাষ কম হলেও ফলন হয়েছে বেশি। গত মৌসুমে কৃষককেরা বিঘাপ্রতি গম পেয়েছে ৯ থেকে ১০ মণ। এবার ১৩ থেকে ১৪ মণ ফলন পাবেন বলে আশা করছেন তারা।

হিলির ধরন্দা গ্রামের কৃষক জহুরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘প্রতি বছর আমি ১৫ থেকে ১৬ বিঘা জমিতে গম চাষ করি। হঠাৎ তেলের দাম বাড়ায় এবার আমি ১০ বিঘা জমিতে গম চাষ করেছি। তবে এ বছর গমের ভালো ফলন হয়েছে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে গম কাটা ও মাড়াইয়ের কাজ শুরু করতে পারবো।’

হিলি নওপাড়া গ্রামের কৃষক আফজাল হোসেন বলেন, ‘তেলের দাম বেশির কারণে গম চাষ কম করেছি। তবে সরিষার আবাদ বেশি করেছি। প্রতিবছর ৩ থেকে ৪ বিঘা জমিতে গম আবাদ করতাম, এবার ১ বিঘায় গম চাষ করেছি।’

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা বলেন, ‘উপজেলার একটি পৌরসভা ও খট্রা-মাধবপাড়া ইউনিয়নে গমের চাষ বেশি হয়েছে। চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা ছিলো ১৫০ হেক্টর। কিন্তু চাষ হয়েছে ৭৫ হেক্টর জমিতে। সরিষার চাষ বৃদ্ধির কারণে গম চাষ কমে গেছে।’

তিনি আরো বলেন, ‘আমরা ৩০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে জনপ্রতি ২০ কেজি গম বীজ, ১০ ডেপ ও ১০ কেজি এমওপি সার প্রণোদনা প্রদান করেছি। গমের ফলন অনেক ভালো হয়েছে। আশা করছি বিঘাপ্রতি ১৩ থেকে ১৪ মণ গম কৃষকেরা ঘরে তুলতে পারবেন।

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়