ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঝড়ের আশংকায় আধা-পাকা ধান কাটছে ভোলার কৃষকরা

ভোলা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ৮ মে ২০২২   আপডেট: ২০:২৯, ৮ মে ২০২২
ঝড়ের আশংকায় আধা-পাকা ধান কাটছে ভোলার কৃষকরা

ঝড়ের আশংকায় ক্ষেতের আধা-পাকা ধান কাটছেন ভোলার কৃষকরা। কৃষি অফিসের পরামর্শে ঝড়ের হাত থেকে ফসল বাঁচাতে রোববার (৮ মে) সকাল থেকে ধান কাটা শুরু করেন তারা। 

এ বছর বোরো ধানের ফলন ভালো হলেও ঝড়ের পূর্বাভাসে শঙ্কার মধ্যে পড়েছেন কৃষকরা। কেউ ধান মাড়াই করেছেন, কেউ বা বস্তায় ভরছেন। 

ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের কৃষক মো. সোহেল বলেন, এ বছর তিনি ৮ বিঘা জমিতে ধানের আবাদ করেছেন। এরমধ্যে ৫ বিঘার ধান কেটেছেন। যদিও ধানের ৮০ ভাগ পেকেছে। 

আরেক কৃষক ফজলু বলেন, ঝড় হবে এমন খবর পেয়ে ক্ষেতের ৪ বিঘা জমির ধান কেটেছেন। ধানের ফলন ভালো, কিন্তু পুরোপুরি পাকেনি। তবুও কেটেছেন, যদি ঝড়ে ক্ষতি হয় সেই আশঙ্কায়। কৃষক আশিক বলেন, ৭ বিঘা জমির বোরো ধান ঘরে তোলার প্রস্ততি নিচ্ছেন। 

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাসান মো. ওয়ারিসুল কবীর  বলেন, ৮০ ভাগ ধান পেকেছে, এই ধান কাটলে ক্ষতি নেই। ঝড়ের আভাস পেয়ে কৃষকদের ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছে। যাদের ধান পেকেছে, তারাই ধান কাটবে। 

জেলা কৃষি সম্প্রসারণ অফিস জানান, এ বছর জেলায় ৬৬ হাজার ৬৫৩ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। একদিনে কাটা হয়েছে ১১ হাজার হেক্টর জমির ধান।

আরও ৫০ হাজার হেক্টর ফসল ঘরে তোলা নিয়ে চিন্তিত কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে, খুব দ্রুত ধান কাটা শেষ হবে। আগামী ১০ মের মধ্যে ধানসহ রবিশস্য ঘরে তোলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।

মনজুর/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়