ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারত থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা মৌলভীবাজারে আটক

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ১২ মে ২০২২  
ভারত থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা মৌলভীবাজারে আটক

ভারত থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গাকে মৌলভীবাজার থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মে) সকালে মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানিয়েছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য তারা ভারত থেকে কুলাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।

রোহিঙ্গাদের ভারতীয় দালাল জানায়, বাংলাদেশে তাদের লোক আছে। বাংলাদেশের দালাল তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে দেবে। সেভাবে তারা মৌলভীবাজারের ঢাকা বাসস্ট্যান্ডে পৌঁছায়।

আটককৃতরা হলো- সইদুল আমিন, আয়েশা খাতুন, তারেক জমিন, আয়াতুল্লাহ, আসমা বেগম, ইনসা বেগম, ফাতেমা, ইয়াসিন আরাফাত, নুর সাবা, সমির, সমিরা, মনসুর আহমদ, বিবি আয়েশা, ইয়াসর, কয়সর, কুলসুমা, ইস্পা ও আমিনা বেগম।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আশরাফ/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়