ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

‘জিয়া-এরশাদ কখনো বাংলাদেশের উন্নয়ন চায়নি’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২৭ মে ২০২২  
‘জিয়া-এরশাদ কখনো বাংলাদেশের উন্নয়ন চায়নি’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করে যারা ক্ষমতায় এসেছিল, তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। জিয়া ও এরশাদ কখনো বাংলাদেশের উন্নয়ন চায়নি।’

শুক্রবার (২৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ধর্মনিরপেক্ষতা মানে, ধর্মহীনতা নয়। যার যার ধর্ম সে পালন করবে। কেউ কারো ধর্মে বাধা দিবেন না। তবে একটি মহল সুযোগ পেলে দেশে অসাম্প্রদায়িক চেতনাকে ভুলন্ঠিত করার চেষ্টা করে।’

তিনি আরো বলেন, ‘সম্প্রতি তারা ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছিল। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা পরিহার করতে হবে।’

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ও জেলা খেলাঘরের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা (শিউলি আজাদ), জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিস কুমার চক্রবর্তী, কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর অঞ্জন মল্লিক।

রুবেল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়