ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাতক্ষীরায় ৪৫ ক্লিনিক বন্ধের নির্দেশ 

সাতক্ষীরা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ৩০ মে ২০২২   আপডেট: ০৯:৫৪, ৩০ মে ২০২২
সাতক্ষীরায় ৪৫ ক্লিনিক বন্ধের নির্দেশ 

নিবন্ধন না থাকায় সাতক্ষীরায় ৪৫ ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজীব তালুকদার ও সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার অভিযান পরিচালনা করে এ নির্দেশ দেন।

সোমবার (৩০ মে) সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।  

ডা. জয়ন্ত কুমার জানান, সাতক্ষীরা জেলায় শতাধিক ক্লিনিকে অভিযান চালিয়ে ৪৫টি বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় নিবন্ধন না থাকাসহ বিভিন্ন অভিযোগে ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও জানান, ৪৫টির মধ্যে শুধু শহরেই বন্ধ করা হয়েছে ১০ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। কালিগঞ্জ উপজেলায় ১৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ২টিতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ৩টি ক্লিনিকের মালিক পক্ষ পালিয়ে যায়। ৬টি ক্লিনিক ও ৯টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এছাড়া, কলারোয়া উপজেলা ৪টি ক্লিনিক বন্ধ করা হয়েছে।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলায় স্বাস্থ্য বিভাগের হিসাব মতে ২৪০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এরমধ্যে মাত্র ২টি ক্লিনিক ও ৫টি ডায়াগনস্টিক সেন্টারের চলতি বছর পর্যন্ত নিবন্ধন নবায়ন আছে। বাকিরা চলছে অবৈধভাবে। 

শাহীন গোলদার/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়