ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লটারির টিকিট নিয়ে বিরোধে যুবক খুন

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪৮, ৪ জুন ২০২২  
লটারির টিকিট নিয়ে বিরোধে যুবক খুন

বগুড়ায় তাঁত ও বস্ত্র মেলার লটারির টিকিট কেনা নিয়ে বিরোধের জেরে আল জামিউল (২২) নামের এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত জামিউল শহরের মালতিনগর পশ্চিমপাড়ার দন্ত চিকিৎসক আনিছুর রহমানের ছেলে।

জানা গেছে, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলা চলছে। মেলার লটারির টিকেট শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি করা হচ্ছে। শহরের কলোনি বটতলা এলাকার তাজ ফার্মেসির সামনে চেয়ার টেবিল নিয়ে বসে টিকেট বিক্রি করছিলেন বেশ কয়েকজন যুবক। জামিউল সেখান থেকে টিকিট কিনে পাশে রাখা নির্ধারিত একটি বক্সে রাখতে যান। এসময় কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তারা জামিউলকে মারধর করে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

পরে স্থানীয় লোকজন জামিউলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জামিউলকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। অপরাধীদের ধরতে  পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। 

এনাম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়