ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিপো থেকে আরও ২ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ৭ জুন ২০২২   আপডেট: ১৫:১৯, ৭ জুন ২০২২
ডিপো থেকে আরও ২ মরদেহ উদ্ধার

আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে আগুনে পুড়ে যাওয়া আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জুন) দুপুর দেড়টার দিকে তাদের মরদহে উদ্ধার করা হয়। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩ জন।

আরো পড়ুন:

বিএম কনটেইনার ডিপোতে আগুন নিয়ন্ত্রণে দায়িত্বরত ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আগুন নেভানোর পর তল্লাশি চালাতে গিয়ে আও দুটি পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন ফায়ার সার্ভিসের ফাইটার বলে ধারণা করা হচ্ছে। অপরজন ডিপোর কর্মী হতে পারে। আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় তাদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। উদ্ধারের পর দুই জনের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

 রেজাউল করিম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়