ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সীতাকুণ্ডের ডিপো থেকে দেহাবশেষ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ৯ জুন ২০২২  
সীতাকুণ্ডের ডিপো থেকে দেহাবশেষ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুইটি লাশের দেহাবশেষ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

বুধবার (৮জুন) সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরণে পুড়ে যাওয়া কনটেইনার অপসারণের সময় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

চট্টগ্রাম জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।

পুলিশ জানায়, সন্ধ্যায় পুড়ে যাওয়া কনটেইনার অপসারণ করার সময় দুইটি লাশের দেহাবশেষ পাওয়া যায়। যা  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দেহবাশেষ পৃথক স্থানে পাওয়ায় এগুলো দুই ব্যক্তির বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। 

গত ৪ জুন রাতে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। পরে সেখানে থাকা কেমিক্যাল ভর্তি কনটেইনারে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারাণ ৪৬ জন। আহত হন অনেকে।

ঢাকা/রেজাউল করিম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়