ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

পাবনায় তিন শিশুর জন্ম, নাম পদ্মা-সেতু-উদ্বোধন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫০, ২৬ জুন ২০২২   আপডেট: ১৮:৫১, ৬ জুলাই ২০২২
পাবনায় তিন শিশুর জন্ম, নাম পদ্মা-সেতু-উদ্বোধন

দেশের বিভিন্ন স্থানের পর এবার পাবনার বেড়া পৌর এলাকার আমাইকোলা মহল্লার এক গৃহবধূ তিন ছেলের জন্ম দিয়েছেন। প্রাথমিকভাবে তাদের নাম রাখা হয় ‘পদ্মা’, ‘সেতু’ ও ‘উদ্বোধন’।

জানা গেছে, একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়া ওই গৃহবধূর নাম সুমী খাতুন। তার স্বামী মিজানুর রহমান পেশায় রাজমিস্ত্রি। 

শনিবার (২৫ জুন) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই তিন সন্তানের জন্ম হয়।

রোববার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে তিন সন্তানের পিতা মিজানুর রহমান বলেন, গত ২৩ জুন বিকেলে পাবনার পিডিসি হাসপাতালে চিকিৎসক দেখানোর পর তিনি আল্ট্রাসনোগ্রাম করে জানান পেটের ভেতরে বাচ্চার অবস্থান একটু বেকায়দায় রয়েছে। রাজশাহী নিয়ে যেতে পরামর্শ দিয়েছিলেন ওই চিকিৎসক। এরপর সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর শনিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে অপারেশনের মাধ্যমে তিন ছেলে সন্তানের জন্ম হয়।

মিজানুর রহমান আরও বলেন, তিন সন্তানের ডাক নাম হিসেবে পদ্মা, সেতু ও উদ্বোধন রাখা হয়েছে। পরে তাদের ভাল নাম রাখা হবে। এমন নাম রাখার কারণ কী জানতে চাইলে তিনি বলেন, পদ্মা সেতু আমাদের গর্ব, স্বপ্নের। সেই স্মৃতি ধরে রাখতে মূলত এই নাম রাখা হয়েছে। 

উল্লেখ্য, এই দম্পতির ২০১০ সালে বিয়ে হয়। তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে। তাদের নাম মীম (১১), জিম (৮) ও সিম (৪)।

শাহীন/নাসিম/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়