ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বান্দরবানে প্রথম মৃত্যুদণ্ড

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ৪ আগস্ট ২০২২  
বান্দরবানে প্রথম মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হ্লাসিং মং মারমা

বান্দরবানে শিক্ষককে হত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এটি জেলায় প্রথম মৃত্যুদণ্ড।  

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে বান্দরবান অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু হানিফ এ রায় দেন। 

আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান জানান, এক শিক্ষককে হত্যার ঘটনার রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের বাসিন্দা হ্লাসিং মং মারমাকে মৃত্যুদণ্ড দেওয়া হযেছে। তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। 

তিনি আরও জানান, বান্দরবান জেলায় এটিই প্রথম মৃত্যুদণ্ড।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৭ সালের ২৭ জুলাই পাইন্দু ইউনিয়নের বাসিন্দা মংরে অং মারমা বাদী হয়ে তার ছোট ভাই শিক্ষক নুশৈ মার্মাকে গুলি করে হত্যার অভিযোগে চার জনকে আসামি করে রুমা থানায় হত্যা মামলা করেন।
 

বাসু/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়