ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হিলিতে বেড়েছে মসলার দাম

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ১৫ আগস্ট ২০২২  
হিলিতে বেড়েছে মসলার দাম

সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দরে বেড়েছে মসলার দাম।

রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় হিলি মসলা বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব মসলার দাম। ১০০ থেকে ১৫০ টাকা বৃদ্ধি তিন রকমের সাদা ফল বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ ও ১৮০০ টাকা কেজি দরে। জিরা গত সপ্তাহে বিক্রি হয়েছিলো ৪০০ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে ৪৭০ টাকা কেজি দরে। ৫০টাকা বেড়ে ৩২০ আর ৪০০ টাকার দারুচিনি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪৫০ টাকা কেজি দরে। আবার ১১০০ টাকা কেজি দরের লবঙ্গ বিক্রি হচ্ছে ১৪০০ টাকা কেজি দরে।

গাইবান্ধা থেকে মসলা কিনতে আসা ইয়াসিন আলী রাইজিংবিডিকে বলেন, আমাদের গাইবান্ধায় সবসময় মসলার দাম বেশি থাকে। তাই হিলি বন্দর বাজার থেকে কম দামে মসলা কিনে যাই। তবে এক মাস আগে যে দামে নিয়েছিলাম আজ অনেক দাম বেশি।

হিলি বাজারে মসল কিনতে আসা দিনমজুর আতিয়ার রহমান রাইজিংবিডিকে বলেন,মসলার দাম বেশি। কম করে কিনলাম।

মসলার দাম হঠাৎ বৃদ্ধির কারণ জানতে চাইলে হিলি বাজারের মসলা ব্যবসায়ী শাওন রাইজিংবিডিকে বলেন, বর্তমান ডলারের দাম বেশি এবং প্রতিনিয়ত দাম ওঠানামা করছে। আমদানিকারকদের মসলা আমদানি খরচ অনেক বেশি হচ্ছে। এজন্য মসলার দাম বৃদ্ধি পাচ্ছে।

/মোসলেম/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়