ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বরিশাল ও খুলনায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ৬ সেপ্টেম্বর ২০২২  
বরিশাল ও খুলনায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

ঈশ্বরদী ২৩০/১৩২ উপকেন্দ্রে ত্রুটির কারণে বরিশাল ও খুলনা বিভাগে বিদ্যুৎ বিভ্রাট বা ব্ল্যাক আউট হয়েছিল। তবে বর্তমানে খুলনা অঞ্চল ও বরিশাল শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) থেকে জানানো হয়েছে। 

মঙ্গলবার (৬ সেম্পেম্বর) সকাল ৯টার দিকে দুই বিভাগ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। গ্রিড উপকেন্দ্রের ট্রিপের কারণে ওই অঞ্চলের সবগুলো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায় বলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র জানিয়েছে।

এদিকে সকাল ১০টার দিকে খুলনা বিভাগে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। দুপুর ৩টার দিকে বরিশাল শহরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) পাবলিক রিলেশন অফিসার এম বদরুদ্দোজা খান জানান, সকাল ৯টার দিকে একটু সমস্যা হয়েছিল। ট্রিপের কারণে খুলনা, বরিশাল বিভাগ এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলার আংশিক অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। রাজশাহী অঞ্চলে ৩০ মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে আসে। খুলনা অঞ্চলে সকাল সাড়ে ১০টা নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। 

পিজিসিবি’র বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. শহিদুল ইসলাম বলেন, ‘বরিশাল মেট্রো এলাকায় দুপুর ৩টার দিকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এখনো অনেক উপজেলায় বিদ্যুৎ নেই। বিকেল নাগাদ ওই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরুর চেষ্টা চলছে।’

এর আগে ২০১৪ সালের ১ নভেম্বর সারাদেশে ব্লাক আউটের ঘটনা ঘটে। তখনও ওই কেন্দ্রটি ট্রিপ করার কারণে ব্লাক আউটের ঘটনা ঘটে।

স্বপন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়