ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ, ভোটার হলেন সেই বৃদ্ধা

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ১২ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২১:৫৪, ১২ সেপ্টেম্বর ২০২২
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ, ভোটার হলেন সেই বৃদ্ধা

জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে সংবাদ প্রকাশ প্রকাশের পর ভোটার হয়েছেন ৭৭ বছরের বৃদ্ধা মনোদা রানি সরকার। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভোটার হন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ক্ষুদ্র নৃ গোষ্ঠী পাড়ায় বসবাস মনোদা রানি সরকারের। স্বামী শান্তিরাম সরকার মারা গেছেন প্রায় ১১ বছর আগে।

বিধবা, হতদরিদ্র ও বৃদ্ধ এই নারী ভোটার হতে না পারায় সরকারি নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। একটি বয়স্ক ভাতা পেলেও জাতীয় পরিচয়পত্র না থাকায় সেটিও বন্ধ হয়ে যায়।

এ নিয়ে গত শনিবার সংবাদ প্রকাশ করে রাইজিংবিডি ডটকম। এরপরেই টনক নড়ে কর্তৃপক্ষের। তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে তৎপর হন সংশ্লিষ্ট ব্যক্তি ও দপ্তর।

আরও পড়ুন: ৭৭ বছর বয়সেও ভোটার হতে পারেননি মনোদা

ভোটার হতে পেরে খুশি মনোদা রানি সরকার। তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। সবাই বলছিল, তুমি আর ভোটার হতে পারবা না। তবে শেষ পর্যন্ত ভোটার হলাম। এখন সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাব। এছাড়া জীবনের শেষ ইচ্ছা ছিল, যেন দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাই।’

মহম্মদপুর উপজেলা নির্বাচন অফিসার তাইজুল ইসলাম জানান, ‘ভোটার হতে যেসব কাগজপত্রের প্রয়োজন হয়। মনোদা রানি সরকারের সেসব কাগজপত্র নিজেদের উদ্যোগে সংগ্রহ করে তাকে ভোটার করা হয়েছে।’

বৃদ্ধার প্রতিবেশী সুব্রত সরকার নামের এক ব্যক্তি বলেন, ‘দরিদ্র ৭৭ বছর বয়সী বৃদ্ধা ভোটার  হতে পেরেছেন। তার ভোটার হতে না পারার সংবাদ রাইজিংবিডি ডটকম প্রকাশ করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। সে ভোটার হওয়ায় এখন সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।’

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামানন্দ পাল বলেন, ‘ক্ষুদ্র নৃ গোষ্ঠীর বৃদ্ধা মনোদা রানি সরকার ভোটার হতে পারছিলেন না। সংবাদটি জানার পর দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে ভোটার করা হয়েছে।’

শাহীন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়