ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদোন্নতি পেলেন সাংবাদিক পেটানো বিএমডিএ কর্মচারী

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৮:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২২
পদোন্নতি পেলেন সাংবাদিক পেটানো বিএমডিএ কর্মচারী

রাজশাহীতে চাকরিতে পদোন্নতি পেয়েছেন সাংবাদিক পেটানো মামলার এক এজাহারভুক্ত আসামি। সেলিম রেজা নামের ওই ব্যক্তি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মচারী। গত ৫ সেপ্টেম্বর বিএমডিএ কার্যালয়ে দুই সাংবাদিকের ওপর হামলা মামলার আসামি তিনি।

জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর বিএমডিএর সচিব শরিফ আহম্মেদ ৩১ জনের পদোন্নতির আদেশে সই করেন। এর মধ্যে তালিকার ১৪ নম্বরে আছে সাংবাদিকদের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি সেলিম রেজার নাম। তাকে অফিস সহায়ক থেকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

সেলিম রেজা বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদের দপ্তরের অফিস সহায়ক ছিলেন। এই মামলার প্রধান আসামি নির্বাহী পরিচালক আবদুর রশিদ।

সেলিমের পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে বিএমডিএর সচিব শরিফ আহম্মেদ বলেন, ‘সচিব তো শুধু অফিস আদেশে স্বাক্ষর করে। পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত আগেই হয়ে থাকে।’

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বিএমডিএ কার্যালয়ে হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পার্সন রুবেল ইসলাম। নির্বাহী পরিচালকের নির্দেশে কর্মচারীরা এ হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিকরা।

এ নিয়ে সাংবাদিকরা বিক্ষোভ শুরু করলে তাৎক্ষণিক দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে রাতে সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করে মামলা করেন হামলার শিকার সাংবাদিক বুলবুল হাবিব। এরপর আসামিরা জামিন নিতে উচ্চ আদালতে যান। তবে উচ্চ আদালত জামিনের আবেদন গ্রহণ করেননি। পরে পুলিশ সাময়িক বরখাস্ত হওয়া দুইজনকে গ্রেপ্তার করলেও অন্যরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে।

কেয়া/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়