ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ, সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ১২ অক্টোবর ২০২২   আপডেট: ০৯:৪৩, ১২ অক্টোবর ২০২২
চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ, সতর্ক পুলিশ

প্যারেড মাঠে এ সমাবেশ হবে

বন্দরনগরী চট্টগ্রামের প্যারেড মাঠে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ আজ। 

বুধবার (১২ অক্টোবর) বেলা ৩টায় সমাবেশ শুরু হবে। তবে সকাল থেকেই দলের নেতা-কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হচ্ছেন। 

আরো পড়ুন:

সমাবেশে কমপক্ষে ১০ লাখ মানুষের সমাবেশ ঘটিয়ে বিএনপি তাদের বড় সাংগঠনিক শক্তির প্রমাণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহাসমাবেশ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয় সেই ব্যাপারে সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। অপরদিকে, এই সমাবেশ ঘিরে কোনো নাশকতা করলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে আওয়ামী লীগ।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম প্যারেড মাঠে পুলিশের অনুমতি নিয়ে মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সমাবেশে সমগ্র চট্টগ্রাম বিভাগ থেকে কমপক্ষে ১০ লাখ লোকের সমাবেশ হবে। এটি হবে শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা কোনো ফাঁদে পা দেবো না। নেতা-কর্মীদের সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শাহাদাত হোসেন বলেন, আশা করছি, সরকার সমাবেশে বাধা দেওয়ার মতো কোনো ভুল করবে না। আর এখানে বাধা দিয়েও সরকার ধরে রাখতে পারবে না। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া, দলের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন। 

বিএনপি’র  মহাসমাবেশ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় জানান, সমাবেশ ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তার জন্য যা যা দরকার, সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুলিশ অহেতুক কাউকে হয়রানি করবে না। তবে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে, গত ১০ অক্টোবর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়, মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি কোনো সহিংসতার চেষ্টা করলে চট্টগ্রাম আওয়ামী লীগ তাদের প্রতিহত করবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। 

রেজাউল করিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়