ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গাইবান্ধা উপনির্বাচন: জাতীয় পার্টির ভোট বর্জন

গাইবান্ধা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ১২ অক্টোবর ২০২২   আপডেট: ১৩:৪৯, ১২ অক্টোবর ২০২২
গাইবান্ধা উপনির্বাচন: জাতীয় পার্টির ভোট বর্জন

ভরতখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা ছবি।

ভোট জালিয়াতি, ভোট গ্রহণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ তুলে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী এ এইচ এম গোলাম শহীদ রনজু।

বুধবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি এ ঘোষণা দেন।   

 এ এইচ এম গোলাম শহীদ রনজু বলেন, ‌ভোটের পরিবেশ নেই। জোর করেই ভোট নেওয়া হচ্ছে। জাল ভোট পড়ছে আর এই কারণে আমি ভোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। 

এরআগে বুধবার সকাল ৮টা থেকে গাইবান্ধা-৫ আসনের উপ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দিন বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলো থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগ আসতে শুরু করে। এরই প্রেক্ষিতে এই আসনের ৪৪টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করে নির্বাচন অফিস।

গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান জানান, নির্বচানী সহিংসতা এড়াতে আমাদের প্রস্তুতি নেওয়া রয়েছে। কিন্তু বিভিন্ন প্রার্থীর পক্ষের লোকজন জাল ভোট দেওয়া নিয়ে সংঘর্ষে  জড়িয়ে পরেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই ৪৪ কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়। 

দয়াল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়