ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এক স্কুলে পরীক্ষার্থী দুজন, পাস করলো না কেউই

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ২৮ নভেম্বর ২০২২   আপডেট: ২১:২২, ২৮ নভেম্বর ২০২২
এক স্কুলে পরীক্ষার্থী দুজন, পাস করলো না কেউই

নীলফামারীর ডিমলা উপজেলায় পশ্চিম খড়িবাড়ী আছিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় পাস করেনি কোনো শিক্ষার্থী।

সোমবার (২৮ নভেম্বর) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী পাস না করা ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ওই প্রতিষ্ঠানের নাম পাওয়া গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটিতে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করে চারজন শিক্ষার্থী। এর মধ্যে, পরীক্ষা দেয় দুজন। বাকি দুজনের বিয়ে হয়ে যাওয়ায় তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি। তবে পরীক্ষায় অংশ নেওয়া দুজনই অকৃতকার্য হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম বলেন, ‘আমার প্রতিষ্ঠান থেকে এবারই প্রথম মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। চারজন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। তার মধ্যে দুজনের বিয়ে হয়ে গেছে। বাকি দুজন পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষায় অংশ নেওয়া দুজনের মধ্যে একজন প্রতিবন্ধী, অপরজনেরও বিয়ে হয়ে গেছে। তাদের ওপর আর কীভাবে চাপ প্রয়োগ করে পাস করাবো। যেহেতু এবছর প্রথম, আগামী বছর আমার স্কুল ঘুরে দাঁড়াবে ইনশআল্লাহ।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ‘তারা হয়তো শিক্ষার্থীদের পড়াননি তাই পাস করতে পারেনি। ওখানে এমপিও নেই, বিলও নাই। আমরা আর কী বলবো।’

জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। খোঁজ নিয়ে জানাবো।’

সিথুন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়