ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ৩ জানুয়ারি ২০২৩   আপডেট: ০৯:১৭, ৩ জানুয়ারি ২০২৩
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৩টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি এর আরিচা বন্দরের পরিচালক শাহ খালেদ নেওয়াজ এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। এসময় মাঝ নদীতে রোরো ফেরি কেরামত আলী, ইউটিলিটি ফেরি মাধবীলতা, ছোট ফেরি কুমিল্লা বিভিন্ন প্রকার যানবাহন নিয়ে আটকা রয়েছে।

পাটুরিয়া ফেরি ঘাটে রো রো ফেরি শাহ জালাল, শাহ পরান ও শাহ মখদুম বিভিন্ন যানবাহন নিয়ে নোঙ্গর করে। দৌলতদিয়া ফেরি ঘাটে রো রো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, ছোট ফেরি ফরিদপুর, বনলতা, হাসনাহেনা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা বিভিন্ন প্রকার যানবাহন নিয়ে নোঙ্গর করে।

শফিকুল ইসলাম/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়