ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

উপ-নির্বাচন: চাঁপাইনবাবগঞ্জের দুই আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ১৬ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৩:৫২, ১৬ জানুয়ারি ২০২৩
উপ-নির্বাচন: চাঁপাইনবাবগঞ্জের দুই আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। তফশীল অনুযায়ী প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন সোমবার (১৬ জানুয়ারি) এ কার্যক্রম সম্পন্ন করেন দুইটি আসনে দায়িত্বপালনকারী রিটার্নিং কর্মকর্তারা। 

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খান এতথ্য নিশ্চিত করেছেন। 

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলমকে মাথাল (কৃষকদের ব্যবহৃত টুপি) ও চাঁপাইনববাগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটকে আপেল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যান্য প্রার্থীরা তাদের দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমানকে নৌকা, জাতীয় পার্টির আব্দুর রাজ্জাক লাঙল, জাকের পার্টির গোলাম মোস্তফাকে গোলাপ ফুল, বিএনএফের নবিউল ইসলামকে টেলিভিশন প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

অন্যদিকে চাঁপাইনবাবঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদকে নৌকা, বিএনএফে কামরুজ্জামান খানকে টেলিভিশন প্রতীক বরাদ্দ পান।

মেহেদী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়