ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে বাস চাপায় বাবা-মেয়েসহ নিহত ৩

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২২ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৬:৫৭, ২২ জানুয়ারি ২০২৩
ফরিদপুরে বাস চাপায় বাবা-মেয়েসহ নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার নগরকান্দা উপজেলার ধর্মদী এলাকার বাকি শেখের ছেলে মাঈন উদ্দিন শেখ (৩৫), তার মেয়ে তাবাসসুম (১০) ও ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া এলাকার মিরাজ মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (১৬)।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে তিন আরোহী নগরকান্দার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে খুলনা থেকে ঢাকাগামী একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেওয়ার পরে একজন মারা যান।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

নিরব/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়