ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাতের আঁধারে বিষ ঢেলে তিন লাখ টাকার মাছ নিধন

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ২৮ জানুয়ারি ২০২৩   আপডেট: ২১:৫৪, ২৮ জানুয়ারি ২০২৩
রাতের আঁধারে বিষ ঢেলে তিন লাখ টাকার মাছ নিধন

লক্ষ্মীপুরে রাতের আঁধারে একটি জলাশয়ে বিষ ঢেলে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগে উঠেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার টুমচর ইউনিয়নের দক্ষিণ কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে জলাশয়ের সব মাছ মরে ভেসে উঠতে দেখেন মৎস্যচাষি নুরুজ্জামান। তিনি ওই গ্রামের মৃত আনোয়ারুল হকের ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি জলাশয়ে মাছ চাষ করেন।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি নুরুজ্জামান বলেন, ‘কৃষি কাজের পাশাপাশি তিনটি জলাশয়ে মাছ চাষ করি। বর্তমানে দুটি জলাশয়ের মাছ এনে একটিতে রেখেছিলাম। শুক্রবার রাতে কে বা কারা জলাশয়ে বিষ ঢেলে প্রায় তিন লাখ টাকার মাছ নিধন করেছে।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ‘এ বিষয়ে পুলিশকে কেউ কিছু জানায়নি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

লিটন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়