৩২৫ কেজি ভেজাল চকলেট ও কাঁচা গোল্লাসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

জব্দকৃত ভেজাল চকলেট
গাজীপুরের টঙ্গী আরিচপুর এলাকা থেকে ৩২৫ কেজি ভেজাল চকলেট ও নাটোরের কাঁচা গোল্লাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে ভেজাল এই খাদ্যদ্রব্য জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পুটিখালী গ্রামের আবু তাহের হাওলাদারের ছেলে বেলায়েত হোসেন (২৬)। তিনি আরিচপুর এলাকার ইউসুফ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর আরিচপুর এলাকায় অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ১২ বস্তা ভেজাল খাদ্য (কথিত চকলেট) ৩০০ কেজি জব্দ হয়। এছাড়াও ২৫ কেজির একটি প্যাকেট জব্দ করা হয়। প্যাকেটে লেখা ছিলো নাটোরের কাঁচা গোল্লা। পরে বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলায়েত জানিয়েছেন ঢাকার সাভার থেকে এসব ভেজাল চকলেট ও নাটোরের কাঁচা গোল্লা কিনে এনে টঙ্গী ও আশপাশের এলাকায় বিক্রি করতেন তিনি। গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রেজাউল/ মাসুদ
আরো পড়ুন