পিকআপের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
মোটরসাইকেলে করে সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম মহানগরীতে আসার সময় একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কালুশাহ নগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপ পরিদর্শক মো. আমির উদ্দিন মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মোহাম্মদ ইউসুফ (৩৫) ও মো. মহিউদ্দিন আল হাসান রাজু (৩০)।
খোঁজ নিয়ে জানা গেছে, দোকানের মালামাল আনার জন্য একটি মোটরসাইকেল করে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন দুই বন্ধু। কালুশাহ নগর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যান ইউসুফ ও রাজুকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়েন দুইজন। পরে পাশ দিয়ে যাওয়া একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান ইউসুফ ও রাজু। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
পুলিশ জানায়, আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়ি দুটি শনাক্ত করা সম্ভব হয়নি।
রেজাউল/ মাসুদ