গাজীপুরে আ. লীগ নেতার গাড়ি চাপায় প্রাণ গেলো বৃদ্ধের
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কারের চাপায় নারায়ণচন্দ্র সাহা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২৬ মার্চ) সকাল দশটার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে রাজেন্দ্রপুর কাপাসিয়া সংযোগ সড়কের ধলাদিয়া ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারায়ণচন্দ্র সাহা ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার চিত্তরঞ্জন সাহার ছেলে।
স্থানীয়রা জানান, সকাল দশটার দিকে গাজীপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তারুজ্জামান পলানের প্রাইভেট কারের নিচে চাপা পড়ে নারায়ণচন্দ্র সাহা গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় প্রাইভেট কারটি দ্রুত গতিতে চলছিল।
আক্তারুজ্জামান পলান বলেন, দুর্ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। কীভাবে দুর্ঘটনা ঘটেছে আমি এখনও জানতে পারিনি। আমি খোঁজখবর নিচ্ছি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. কবির হোসেন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। গাড়িটি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তারুজ্জামান পলানের।
এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
রফিক/তারা
আরো পড়ুন