ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্যাস ট্যাবলেট খেয়ে কিশোরীর আত্মহত্যা

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ২৯ মার্চ ২০২৩  
গ্যাস ট্যাবলেট খেয়ে কিশোরীর আত্মহত্যা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে শিলা আক্তার (১৬) নামের এক কিশোরী গ্যাস ট্যাবলেট গেয়ে আত্মহত্যা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (২৯ মার্চ) ভোরে উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামের ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

মারা যাওয়া শিলা আক্তার একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, স্কুল পড়ুয়া শিলা আক্তারের সঙ্গে কামালের পাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে আপেল মাহমুদের তিন বছর আগে বিয়ে হয়। বিয়েতে শিলা রাজি না থাকলেও পরিবারের চাপে সম্মতি দেন। কম বয়সে বিয়ের কারণে সংসারে বিভিন্ন কাজ কর্ম নিয়ে তার সঙ্গে পরিবারের বিরোধ দেখা দেয়। ফলে কিছুদিন আগে তার তালাক হয়। তালাকের পর থেকে বাবার বাড়ি ছিলেন শিলা। সেখানেও তাকে মানসিক নির্যাতন করা হয়। আজ সকালে গ্যাস নিরাময় ট্যাবলেট খেয়ে নিজ ঘরের শয়ন কক্ষে আত্মহত্যা করেন শিলা। 

সাঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাজাহান আলী জানান, আত্মহত্যার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। ওসি স্যার সরেজমিনে তদন্তে যাবেন।

সুদীপ্ত/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়