জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ১১টা ৩৫ মিনিটে শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করেন তিনি।
পরে তিনি স্মৃতিসৌধে রাখা বইয়ে স্বাক্ষর শেষে ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের সরকারি প্রকৌশলী মিজানুর রহমান বলেন, নতুন রাষ্ট্রপতির আগামন উপলক্ষে সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিলো। রাষ্ট্রপতি ১১টা ৩৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের শ্রদ্ধা জানান। পরে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্য রওনা হন।
সাব্বির/ মাসুদ