ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভার্চ্যুয়ালি কথা-বার্তা বলে এদেশে রাজনীতি হবে না: তারেক জিয়াকে টেপা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ৫ মে ২০২৩   আপডেট: ২০:৩৮, ৫ মে ২০২৩
ভার্চ্যুয়ালি কথা-বার্তা বলে এদেশে রাজনীতি হবে না: তারেক জিয়াকে টেপা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য মো. সাইদুর রহমান টেপা বলেছেন, ‘ভিডিও কনফারেন্সে (ভার্চ্যুয়ালি) কথা-বার্তা বলে এদেশে রাজনীতি হবে না। রাজনীতি করতে হলে দেশের আসতে হবে। রাস্তায় নামতে হবে। দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে।’

শুক্রবার (৫ মে) সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে স্মরণ করিয়ে দিয়ে টেপা বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন পাগল, কানা আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নন। তারা আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছেন। তা না হলে নির্বাচনে আসবে না। তাদের তো আর পালকিতে করে কেউ নির্বাচনে আনবে না।’

তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার একটা জাল-জালিয়াতির সরকার। আমার দলের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর তত্ত্বাবধায়ক সরকার চেয়ারে বসেই তাকে জেলে পাঠায়। তিনি কারাগারে বসে পাঁচটি আসনে নির্বাচন করে জয়ী হয়েছেন। তাই জাপা তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস করে না।’

বাদল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়