ঢাকা     মঙ্গলবার   ৩০ মে ২০২৩ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

গাসিক নির্বাচন: বিএনপি থেকে বহিষ্কার হয়েও কাউন্সিলর তারা 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ২৬ মে ২০২৩   আপডেট: ২০:৩৪, ২৬ মে ২০২৩
গাসিক নির্বাচন: বিএনপি থেকে বহিষ্কার হয়েও কাউন্সিলর তারা 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করার অপরাধে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় বিএনপির ২৯ নেতাকর্মীকে। কিন্তু এরপরও নির্বাচন করে একজন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেন। এছাড়া নির্বাচনের একদিন আগে প্রতিদ্বন্দ্বীতা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েও জয় পেয়েছেন অপর এক বিএনপি নেতা।  

দল থেকে বহিষ্কার হওয়ার পরেও কাউন্সিল পদে নির্বাচিত হয়েছেন- গাজীপুর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের হান্নান মিয়া হান্নু (সাবেক আহবায়ক সদর মেট্রো থানা), ২৮ নম্বর ওয়ার্ডের হাসান আজমল ভূঁইয়া (আহবায়ক সদর মেট্রো থানা), ৪০ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম বিকি (সদস্য সচিব পূবাইল মেট্রো থানা), ৪৮ নম্বর ওয়ার্ডে সফিউদ্দিন সফি (টঙ্গী পূর্ব থানা বিএনপি), ৫৫ নম্বর ওয়ার্ডে আবুল হাসেম (সদস্য মহানগর বিএনপি)।  

জয়ী হয়েছেন- ২২ নম্বর ওয়ার্ডে  ছবদের আহমেদ (সদস্য সদর মেট্রো থানা), ১৯ নম্বর ওয়ার্ডে শাহিন আলম (সদস্য সদর মেট্রো), ২৪ নম্বর ওয়ার্ডে মাহবুবুর রশিদ শিপু ( সদস্য সদর মেট্রো), ১৫ নম্বর ওয়ার্ডে ফয়সাল সরকার আহবায়ক গাজীপুর মহানগর শ্রমিকদল, ২৫ নম্বর ওয়ার্ডে মজিবুর সরকার (সভাপতি গাজীপুর মেট্রো থানা)। এদের মধ্যে ফয়সাল সরকার বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেন এবং হাসান আজমল ভূঁইয়া নির্বাচন থেকে সড়ে যাওয়ার ঘোষণা দিলেও জয় পান। 

প্রসঙ্গত, ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা কাউন্সিলর হিসেবে অংশগ্রহণ করেন তাদের কারণ দর্শানোর নোটিশ জারি করে বিএনপি। সংশ্লিষ্ট নেতারা কোনো সন্তোষজনক জবাব না দিয়ে বরং নির্বাচনে অংশ নেন। পরে দলীয় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী ২৯ নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়