ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অনুপ্রবেশের দায়ে ১৯ মিয়ানমার নাগরিক ও ৫ দালাল আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ২৭ মে ২০২৩   আপডেট: ০৯:৪০, ২৭ মে ২০২৩
অনুপ্রবেশের দায়ে ১৯ মিয়ানমার নাগরিক ও ৫ দালাল আটক

মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৯ জন মিয়ানমারের নাগরিক ও ৫ জন বাংলাদেশি মানবপাচারকারী দালালকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ। 

শুক্রবার (২৬ মে) দিবাগত রাত ১১টা ১০ মিনিটে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার আমিন শরীফের বাড়ি থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ছিল ৬ জন নারী, ৬ জন পুরুষ ও ৭ জন শিশু। এর আগে তারা টেকনাফ সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করে। এ ঘটনায় ৫ জন মানবপাচারকারী দালালকে আটক করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ৫ মানবপাচারকারী হলেন, টেকনাফ নাইট্যংপাড়ার সেলিমের ছেলে জাহিদ (৩০), মো. হাশেমের ছেলে জামাল (৩৮), আমিন শরীফের স্ত্রী হাজেরা (৫০) ও বরইতলীর আলী জোহরের ছেলে ইউনুছ (২৪) এবং মোহাম্মদ শাহ’র ছেলে দ্বীন ইসলাম। 

ওসি মো. আবদুল হালিম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদে ভিত্তিতে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নাইট্যং পাড়া আমিন শরীফের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১৯ জন মিয়ানমারের নাগরিককে উদ্ধার করা হয়। এদের মধ্যে এ ঘটনায় জড়িত ৫ জন মানবপাচারকারী দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তারেকুর রহমান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়